ক্রমশঃই চোখ রাঙাচ্ছে করোনার নয়া ট্রেন্ডস অমিক্রণ ।

তারই মধ্যে ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ,তবুও কিছুটা সস্তির নিশ্বাস ফেলছে চিকিৎসক মহল । করনা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে সুস্থতার হার । তা সে দেশ হোক বা রাজ্য। সব জায়গায় কর ছবিটা একইরকমের সাস্থ মন্তকের পরিসংখ্যান অনুযায়ী দেশে কয়েক ঘণ্টায় নতুন করে covid পজিটিভ এর সংখ্যা ১ লক্ষ্য ১৭ হাজার ১০০।

এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫২ লক্ষ্য ২৬ হাজার ৩৮৬ জনে। গত চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে দেশে ৩০২ জনের । এখনো প্রযন্ত গোটা দেশে মৃতের সংখ্যা ৪ লক্ষ্য ৮৩ হাজার ১৭৮ জন । সাস্থ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বর্তমানে দেশে চিকিৎসা ধিন রোগী ৩ লক্ষ্য ৭১ হাজার ৩১৩ জন। যা আগের দিনের থেকে প্রায় ৮৫ হাজার বেশি ।

পরিসংখ্যান বলছে এখনও প্রযন্ত দেশে ৩ কোটি ৪৩ লক্ষ্য ৭১ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন যার মধ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনায় মুক্ত হয়েছেন ৩০ হাজার ৮৩৬ জন । এখনো প্রযন্ত দেশে প্রায় ৪৯ কোটিরও বেশি ডোশ করোনা টিকা দেওয়া হয়েছে । এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় টিকা পেয়েছেন প্রায় ৯৪ লক্ষ্য মানুষ ।

টিকা করণের পাশাপাশি আগের মতোই চলছে জোর কদমে টেস্টিং ও । অন্য দিকে দেশের পাশাপাশি সস্তি রাজ্যেও । রাজ্যের সাস্থ দপ্তর সূত্রে খবর গত চব্বিশ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২১৩ জন । যার মধ্যে শীর্ষে তিলোত্তমা । সেখানে একদিন আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৮৫ জন । ফলে সব মিলিয়ে রাজ্যে সংখ্যা বেড়ে হয়েছে ১৭ লক্ষ্য ১১ হাজার ৯৫৭ জন । করনা আক্রান্তের সংখ্যা বাড়লেও বাড়ছে কিন্তু সুস্থতার হার । রাজ্যে করোনাকে দরাস্ত করে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৯ বারো জন ।

অর্থাৎ রাজ্যে মোট সুস্থ হয়ে উঠলেন ১৬ লক্ষ্য ১২ হাজার ৭০৯ জন ।বর্তমানে পজেটিভ রোগীর সংখ্যা ২৬ .৩৪ শতাংশ । একদিনে বাংলায় প্রাণ হারিয়েছেন ১৮ জন । রাজ্যে এখনও প্রযন্ত করোনা ভাইরাস প্রাণ কেরেছেন মোট ১৯ হাজার ৮৬৪ জনের বর্তমানে সুস্থতার হার ৯৫.৪০ শতাংশ ।এইদিকে গত চব্বিশ ঘণ্টায় বেড়েছে এক্টিভ রোগীর সংখ্যা ।

গত চব্বিশ ঘণ্টায় এক্টিভ রোগীর সংখ্যা ১০ হাজার ২৮৩ জন । বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫১ হাজার ৩৮৪ জন । রাজ্য সাস্থদপ্তরে বুলেটিন অনুযায়ী ।

Prantosh Biswas
Author

A Devotee of Lord Shree Krishna 🦚 | Full Stack Website and Mobile App Developer 🧑‍💻