কিছু অসুবিধার কারণে মক টেস্ট বন্ধ রাখা হয়েছে। তার পরিবর্তে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে। মাসের শেষে পুরো মাসের মক টেস্ট একসাথে দেওয়া হবে।
১. ১৮ই ফেব্রুয়ারি প্রখ্যাত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত প্রয়াত হলেন।
২. দিল্লি হাইকোর্ট প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তলকে প্রশাসক কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেছে।
৩. সিএএ-বিরোধী আন্দোলনের মুখ আনিস খান খুন হলেন।
৪. IAS অফিসার ভিনিত যোশী সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন।
৫. ইউক্রেনের ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিকদের জন্য 24 ঘন্টা হেল্পলাইন স্থাপন করলো।
৬. জিও আমেরিকার টেক স্টার্টআপ TWO Platforms -এ 25% শেয়ার কিনলো।
৭. “তম্বাকু ছোড়ো” অ্যাপ লঞ্চ করল WHO.
৮. সম্পূর্ণরূপে প্লাস্টিক বর্জ্য নিরপেক্ষ হয়ে প্রথম ভারতীয় ভোগ্যপণ্য কোম্পানি হয়ে উঠলো ডাবর ইন্ডিয়া।
৯. এগ্রি ইনফিনিটি প্রোগ্রাম চালু করলো Yes Bank.
১০. Paytm এর সাথে জোটবদ্ধ হয়ে ভারতে টিপস ফিচার প্রমোট করতে চলেছে টুইটার।
কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে বা কোনো বিষয় নিয়ে আমাদের লেখা প্রয়োজন মনে হলে নীচে কমেন্ট করো। আমরা অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো। তোমরা কেউ যদি আমাদের ওয়েবসাইট এ লিখতে চাও তাহলেও জানাতে পারো।
প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের Telegram Channel এ জয়েন করতে পারো – Link