কিছু অসুবিধার কারণে মক টেস্ট বন্ধ রাখা হয়েছে। তার পরিবর্তে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে। মাসের শেষে পুরো মাসের মক টেস্ট একসাথে দেওয়া হবে।

১. সম্প্রতি চেতন ঘাটে-কে ইনস্টিটিউট অফ ইকোনোমিক গ্রোথ এর নতুন পরিচালক হিসাবে নিযুক্ত করা হলো।

২. সম্প্রতি ব্রাসেলস এ ষষ্ঠ আফ্রিকান ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো।

৩. সাকিবুল গণি রঞ্জি ট্রফি ২০২২ তে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন।

৪. ভারতের প্রথম বায়োসেফটি লেভেল ৩ কন্টেইনমেন্ট মোবাইল ল্যাবরেটরি চালু হলো নাসিক এ।

৫. স্টেম সেল ট্রান্সপ্লান্ট প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের প্রথম মহিলা HIV ভাইরাস থেকে সেরে উঠলেন।

৬. ২০শে ফেব্রুয়ারি দিনটিকে প্রতিবছর বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালিত হয়।

৭. গৃহমন্ত্রী অমিত শাহ সম্প্রতি শস্ত্র (Shastra) App লঞ্চ করেছেন।

৮. বিকানের এ ক্যারিয়ার কাউন্সেলিং ওয়ার্কশপ , Paramarsh লঞ্চ হলো।

৯. সম্প্রতি SBI Ecowrap FY22 তে ভারতের GDP অনুমান করেছে ৮.৮%

১০. Burkina Faso এর রাষ্ট্রপতি নিযুক্ত হলেন Paul-Henri Damiba

কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে বা কোনো বিষয় নিয়ে আমাদের লেখা প্রয়োজন মনে হলে নীচে কমেন্ট করো। আমরা অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো। তোমরা কেউ যদি আমাদের ওয়েবসাইট এ লিখতে চাও তাহলেও জানাতে পারো।

প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের Telegram Channel এ জয়েন করতে পারো – Link

 

Prantosh Biswas
Author

A Devotee of Lord Shree Krishna 🦚 | Full Stack Website and Mobile App Developer 🧑‍💻

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments