i. সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শকুন্তলা চৌধুরী।
ii. ২০২২ বেজিং শীতকালীন অলিম্পিক গেমসের সমাপ্তি অনুষ্ঠান বেজিংয়ের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো।
iii. The Founders: The Story of Paypal and the Entrepreneurs Who Shaped Silicon Valley শিরোনামে বই লিখলেন জিমি সোনি।
iv. মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গু ভাই ছাগান ভাই প্যাটেল ‘আজাদী কা অমৃত মহোৎসব ‘ উপলক্ষ্যে খাজুরাহোতে ৪৮তম খাজুরাহো নৃত্য উৎসব ২০২২ এর উদ্বোধন করলেন।
v. হিমাচল প্রদেশে বিপন্ন হিমালয় ভেষজ সংরক্ষণের জন্য প্রথম জীববৈচিত্র পার্ক গড়ে উঠলো।
vi. A Nation To Protect শিরোনামে বই লিখলেন প্রিয়ম গান্ধী মোদী।
vii. KISAN নামের মোবাইল app লঞ্চ করলো IIT Roorkee।
viii. পশ্চিমবঙ্গের প্রথম গ্রীন হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র তৈরী হতে চলেছে দুর্গাপুরে।
ix. সম্প্রতি ঘূর্ণিঝড় ইউনিস আঘাত হানলো ব্রিটেন এ।
x. মাদ্রাজ হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন মুনিশ্বর নাথ ভান্ডারী।
কোনো রকম অসুবিধা থাকলে কমেন্টে জানাও। আমাদের পোষ্টের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে পারো। লিংক