লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে নেতারা কর্মসংস্থান দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, নির্বাচনের ফল ঘোষণার পর সেই প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে তারা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকেন। এ ঘটনা নতুন নয়। বছরের পর বছর প্রায় প্রতিটি রাজ্যে একই ঘটনা বারংবার ঘটে চলেছে।
তাই কর্মসংস্থানের দাবিতে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতি তথা WBCS, ক্লার্ক, মিসলেনিয়াস, প্রাইমারি ইত্যাদি চাকরির পদপ্রার্থীরা বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করছিলেন।
করোনাকালে অনেক বেকার যুবক যুবতি চাকরির আশা হারিয়ে, অত্যন্ত অভাব অনটনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। কেউ বা সত্যি সত্যিই চপশিল্পকে জীবিকা হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছেন।
আন্দোলনকারীদের কথায়, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এর মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষন করা খুব প্রয়োজন। ২৭ শে জানুয়ারি সকাল ১১ টা থেকে টুইটারে মুখ্যমন্ত্রী , শিক্ষামন্ত্রী ও চাকরি সংক্রান্ত নির্দিষ্ট দপ্তর গুলিকে মেনশন করে টুইটারে আন্দোলন করতে চলেছেন তারা।
কিছুদিন আগেই PranTalks এ লেখার মাধ্যমে আমরা নার্সিং এর ছাত্রছাত্রীদের দাবি সরকারের কনে পৌঁছে দিয়েছিলাম। তাতে যেভাবে তাদের সাফল্য এসেছে, ঠিক তেমনই চাকরির দাবিতে আন্দোলনকারী যুবক যুবতিদের কথাও আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।
আমাদের টেলিগ্রাম গ্রুপ এ যুক্ত হয়ে আপনি এই ক্যাম্পেইন সংক্রান্ত সমস্ত তথ্য সহজে পেয়ে যাবেন।
আপনাদের মতামত আপনারা নীচে কমেন্টে জানাতে পারেন। এছাড়া, আপনি নিজে আমাদের ওয়েবসাইট এ লিখতে চাইলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আপনার লেখা আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো।