- চলতি বছরের জুলাই মাসে ইন্ডিয়ান নেভির সাথে চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ের তিনটি MH60-R হেলিকপ্টার পাঠাতে চলেছে ইউনাইটেড স্টেটস।
- ২০২৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হবে। এর ভারতীয় প্রতিনিধি হলেন নীতা আম্বানি। এর আগে ১৯৮৩ সালে এর অধিবেশন হয়েছিল ভারতের দিল্লি তে। অর্থাৎ ভারতে দ্বিতীয়বার এই অধিবেশন অনুষ্ঠিত হতে চলেছে।
- ক্রিকেটার সাকিবুল গনি নিজের প্রথম শ্রেণী ডেবিউ তে তিন শতক স্কোর অর্জনকারী প্রথম ক্রিকেটার হলেন। ম্যাচটি বিহারের সাথে মিজোরামের মধ্যে হয়েছিল
- হিমাচল প্রদেশের চম্বা জেলা Har Ghar Jal প্রকল্পের আওতায় আসা ১০০ তম জেলা।
- JPMorgan প্রথম ব্যাঙ্ক যা মেটাভার্স এ প্রবেশ করেছে।
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোর শহরে এশিয়ার বৃহত্তম “গোবর-ধন প্লান্ট” উন্মোচন করেছেন , যা প্রতিদিন ৫৫০ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করতে পারবে।
- ২০২২ সালের ১৯শে ফেব্রুয়ারি ভারত সপ্তম মৃত্তিকা স্বাস্থ্য কার্ড দিবস পালন করলো।
- IBA এর ১৭তম বার্ষিক ব্যাঙ্কিং টেকনোলজি অ্যাওয়ার্ড 2021 এ সেরা প্রযুক্তি ব্যাঙ্ক এর পুরস্কার জিতলো ব্যাঙ্ক অফ বারোদা।
- ভারতের প্রথম জাতীয় মেরিটাইম সিকিউরিটি কোঅর্ডিনেটর(NMSC ) হিসেবে নিযুক্ত করা হলো G Ashok Kumar কে।
- TransUnion CIBIL দেশব্যাপী MSME গ্রাহক শিক্ষা কর্মসূচির জন্য FICCI এর সাথে অংশীদারিত্ব করলো।
আমাদের সাপোর্ট করতে পোস্টটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। কোনো জিজ্ঞাস্য থাকলে অবশ্যই কমেন্টে জানাও।
প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের Telegram Channel এ জয়েন করতে পারো – Link