কিছু অসুবিধার কারণে মক টেস্ট বন্ধ রাখা হয়েছে। তার পরিবর্তে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হবে। মাসের শেষে পুরো মাসের মক টেস্ট একসাথে দেওয়া হবে।

১. বিল গেটস কে দেশে পোলিও নির্মূলে সাহায্য করার জন্য পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান হিলাল-ই-পাকিস্তানে ভূষিত করা হল।

২. বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ১৫ই ফেব্রুয়ারি কে “শহিদ দিবস” হিসেবে স্মরণ করার কথা ঘোষণা করেন।

৩. ভারতে প্রচলিত UPI  ব্যবস্থা গ্রহন করা হবে নেপালে। প্রতিবেশি দেশ হিসেবে সর্বপ্রথম নেপালেই এই ব্যবস্থা চালু হচ্ছে।

৪. OIE (World Organisation for Animal Health) সম্প্রতি ভারতের বিহার ও মহারাষ্ট্র রাজ্যে H5N1  বার্ড ফ্লু এর প্রাদুরভাবের কথা জানিয়েছে।

৫. মুম্বাই ও নভি মুম্বাই এর মধ্যে ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু হল।

৬. ১৭ই ফেব্রুয়ারি জাতীয় হাইড্রোজেন নীতির প্রথম পর্ব চালু করল ভারত। দেশে গ্রীন হাইড্রোজেন উৎপাদন বাড়ানোই এই নীতির প্রধান লক্ষ্য।

৭. কেন্দ্রীয় সরকার ৫ বছরের জন্য “নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম” এর অনুমোদন দিলো।

৮. কন্নড় ভাষার প্রখ্যাত সাহিত্যিক সাহিত্য আকাদেমি পুরষ্কারপ্রাপ্ত ডঃ চেণ্ণাভিরা কানাভি প্রয়াত হলেন।

৯. দিল্লী পুলিশ প্রথম “Smart Card Arms Licence” চালু করলো।

১০. সম্প্রতি ICC Players of the Month হলেন কিগান পিটারসন।

কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকলে বা কোনো বিষয় নিয়ে আমাদের লেখা প্রয়োজন মনে হলে নীচে কমেন্ট করো। আমরা অবশ্যই সাহায্য করার চেষ্টা করবো। তোমরা কেউ যদি আমাদের ওয়েবসাইট এ লিখতে চাও তাহলেও জানাতে পারো।

প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের Whatsapp গ্রুপ এ জয়েন করতে পারো – Link

 

 

Prantosh Biswas
Author

Prantosh Biswas is a student of Mathematics and a freelance Website and Mobile Application Developer.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments