first omicron variant case in west bengal

এবার পশ্চিমবঙ্গেও ঢুকে পড়লো অমিক্রন আতঙ্ক। রাজ্যে প্রথম Omicron Variant ধরা পড়লো ৭ বছরের শিশুর শরীরে ।
স্বাস্থ দপ্তর সূত্রে জানা গিয়েছে আক্রান্ত ছেলেটি এখন রয়েছে মুর্শিদাবাদ জেলার গোদাখালি তে। কিছুদিন আগে হায়দ্রাবাদ থেকে পশ্চিমবঙ্গে ফিরেছিল সে। আক্রান্তের সংস্পর্শে থাকায় তার বাবা মা এবং বাড়ির অন্যান্য দেড় করোনা পরীক্ষা শুরু হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।

তেলেঙ্গানা সরকারই এই আক্রান্তের হদিশ দিয়েছে নবান্ন কে। কয়েকদিন আগে শিশুটি আবু ধাবি থেকে তেলেঙ্গানা হয়ে পশ্চিমবঙ্গে এসেছে। তেলেঙ্গানা সরকার জানিয়েছে, আক্রান্ত কেনিয়া এবং সোমালিয়ার বাসিন্দা।

omicron covid variant

তেলেঙ্গানার জনস্বাস্থ্য আধিকারিক ডক্টর জি শ্রীনিবাস রাও জানিয়েছেন , বিমানবন্দরে পরীক্ষার সময়ে তাদের করোনা ধরা পরে। তিনজনের মধ্যে একজন ২৪ বছরের মহিলা। তিনি কেনিয়া থেকে এসেছিলেন , এবং একজন ২৪ বছরের যাত্রী এসেছেন সোমালিয়া থেকে।

স্বাস্থ্য দপ্তরের সূত্রানুযায়ী আপাতত ফারাক্কায় আইসোলেশনে রাখা হয়েছে শিশুটিকে।

এদিকে World Health Organization এর তরফে সতর্ক বার্তা প্রকাশ করে দেশগুলিকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।

Prantosh Biswas
Author

A Devotee of Lord Shree Krishna 🦚 | Full Stack Website and Mobile App Developer 🧑‍💻