বাড়িতে বসে ফ্রি তে বানিয়ে ফেলুন PAN কার্ড। আঠারো বছর বয়স হলেই বেশিরভাগ সরকারি কাজে , ব্যাঙ্ক একাউন্ট খুলতে PAN কার্ড প্রয়োজন। এই অতিমারির সময়ে অনেকেই সরকারি দপ্তরে বা CSP তে গিয়ে PAN কার্ড এর জন্য Apply করতে যেতে পারছেন না।
কিন্তু আপনি কি জানেন যে শুধুমাত্র মোবাইল এর সাহায্যে মাত্র ৫ মিনিটের মধ্যে PAN কার্ড বানিয়ে নেওয়া সম্ভব , তাও সম্পূর্ণ বিনামূল্যে।
কিভাবে ? চলুন জেনে নেই।
- এর জন্য আপনার আঁধার কার্ড এর সাথে মোবাইল নম্বর লিংক থাকা দরকার।
- এই লিংক এ ক্লিক করুন। আপনি পৌঁছে যাবেন Income Tax Department এর ওয়েবসাইট এ।
- এরপর Get New e-PAN এ ক্লিক করুন
4. এবারে আপনার ১২ সংখ্যার আঁধার কার্ড নম্বর এন্টার করুন ও I confirm that এ Tick করে Continueকরুন।
5. এরপর আপনার আঁধার কার্ড এর সাথে লিংক করা মোবাইল নম্বর এ OTP আসবে , সেটি ভেরিফাই করুন ও Continue করুন।
6. আপনার আঁধার এর সমস্ত Details আপনার পান কার্ড এ যুক্ত হবে। আপনি চাইলে email address লিংক করতে পারেন।
7. এরপর Continue করলেই আপনাকে একটি Acknowledgement Number দেওয়া হবে , যার সাহায্যে আপনি আপনার PAN কার্ড এর Status চেক করতে পারবেন।
২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আপনি আপনার পান কার্ড ডাউনলোড করতে পারবেন।
এই PAN কার্ড টি আপনার কাছে পিডিএফ হিসেবে থাকবে। আপনি এটি প্রিন্ট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনার যখন ইচ্ছা আপনি আপনার ফিজিক্যাল PAN কার্ড অর্ডার করতে পারবেন।
ফিজিক্যাল কার্ড অর্ডার করার প্রসেস জানতে নীচে কমেন্ট করুন।