আপনি যদি একটি ভালো স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনার জন্য রয়েছে একটি বিশেষ অফার। এখন এন্ড্রোয়েড এর দামে আইফোন কিনুন, তাও মাত্র ৩০,৯০০ টাকায়। কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।

আইফোন ১১ ভারতে লঞ্চ হওয়ার পর এর দাম ছিল ৬৮৩০০ টাকা। কিন্তু আইফোন ১২ এবং আইফোন ১৩ আসার পর এর দাম কমে হয়েছে ৪৯,৯০০ টাকা। Amazon থেকে কিনলে আপনি যে ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফার পাবেন , তাতে আপনি মাত্র ৩০,৯০০ টাকায় আইফোন ১১ কিনতে পারবেন।

Amazon এর অফার অনুযায়ী , আপনি যদি SBI ( State Bank of India) অথবা Kotak অথবা ICICI ব্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে আইফোন ১১ কেনেন, তাহলে আপনি তাতে ৪,০০০ টাকা ছাড় পাবেন। অর্থাৎ এর দাম কমে হবে ৪৫,৯০০ টাকা।

এই অফারের সাথে যদি এক্সচেঞ্জ অফার ব্যবহার করেন, তাহলে আপনি ১৫,০০০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারবেন। আপনার পুরোনো স্মার্টফোনের বিনিময়ে আপনি শুধুমাত্র ৩০,৯০০ টাকায় আইফোন ১১ কিনে নিতে পারবেন।

এই অফারটি আইফোন ১১ – 64 GB ভ্যারিয়েন্ট এর জন্য।

 

Prantosh Biswas
Author

A Devotee of Lord Shree Krishna 🦚 | Full Stack Website and Mobile App Developer 🧑‍💻