অবশেষে ছাত্রছাত্রীদের আবেদনে সাড়া দিলো ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ কাউন্সিলের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছে। এতে নার্সিং এর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা বাতিলের কথা স্পষ্ট উল্লেখ করা আছে।
বিগত এক সপ্তাহ ধরেই রাজ্যের বিভিন্ন নার্সিং স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করছিলেন। তাদের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন।

কাল সন্ধায় টুইটারে পরীক্ষা বাতিলের দাবিতে বেশ কিছু হ্যাশট্যাগ লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত বর্তমান কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কাউন্সিলের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের নোটিশ জারি করায় অত্যন্ত খুশি নার্সিং ছাত্রছাত্রীরা।
সকল নার্সিং ছাত্রছাত্রীদের প্রান Talks এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ❤️🌼