প্রেমের জন্য মানুষ কি না করে! প্রিয় মানুষকে আরও কাছে পাওয়ার প্রচেষ্টায় ঠিক কতদূর যেতে পারে এক প্রেমিক, তারই নিদর্শন মিলল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে।

ভ্যালেন্টাইন্স ডে শুরু হওয়ার আগে থেকেই বাংলায় সরস্বতী পুজো উপলক্ষে বাতাসে প্রেমের গন্ধ পাওয়া যায়। কিন্তু বাংলা থেকে বহু দূরে কর্নাটকে ঘটেছে এক আশ্চর্য ঘটনা।

প্রেমিকাকে হোস্টেল থেকে বাইরে বের করার জন্য তাকে স্যুটকেসে ভরে ফেলেন মনিপাল বিশ্ববিদ্যালয়ের এক যুবক। কিন্তু হোস্টেলের গেট থেকে বেরোনোর সময় রক্ষীদের কাছে হাতেনাতে ধরা পড়ে যান তিনি। রক্ষীরা স্যুটকেস খুলে পরীক্ষা করতে গেলেই, তার ভেতর থেকে বেরিয়ে আসে যুবকের প্রেমিকা।

সিসিটিভি ফুটেজ সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। নীচে সেই ভাইরাল ভিডিও দেওয়া হলো।

 

 

Prantosh Biswas
Author

A Devotee of Lord Shree Krishna 🦚 | Full Stack Website and Mobile App Developer 🧑‍💻