ভারত প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহন করল ? প্রথম গোল্ড কে পায়?
প্রথম মেডেল কে জেতে? এ ধরনের সব তথ্য আলোচনা করবো ।
তার আগে কিছু তথ্য। অলিম্পিক দুধরণের হয় একটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক অন্যটা শীতকালীন অলিম্পিক। ভারতের শীতকালীন অলিম্পিকে অংশগ্রহন নগন্য , শীতকালীন অলিম্পিক এ ভারত এখনো পর্যন্ত একটিও পদক জিততে পারেনি (তাই এর পর যেখানেই অলিম্পিক কথাটি উল্লেখ করা হবে সেটা গ্রীষ্মকালীন অলিম্পিক কে বোঝাবে)।
1896 AD
প্রথম অলিম্পিক আধুনিক অলিম্পিকের শুরু হয় গ্রিসের এথেন্স শহরে। ভারত কোন প্রতিযোগী পাঠায়নি ।
1900 AD
অনুষ্ঠিত হয় প্যারিসে । প্রথম ভারতীয় প্রতিনিধি হিসেবে Norman Pritchard অংশগ্রহন করেন । তিনি দুটো সিলভার মেডেল জিতেন ( men’s 200m and 200m hurdles) ।
অলিম্পিক পদক পাওয়া তিনি প্রথম Asian born athlete। তার জন্ম কলকাতায় (তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়া । তিনি জাতিতে ছিলেন Anglo-Indian। প্যারিসে ঘুরতে গিয়ে তিনি সেখানে অংশগ্রহণ করেন। অফিসিয়ালি তাকে পাঠানো হয়নি। তবে তিনি সেখানে নিজেকে ভারতীয় প্রতিনিধি হিসেবেই পরিচয় দেন। পরবর্তীকালে তিনি হলিউড এ অভিনয় করেছেন।
1920 AD
প্রথম officially প্রতিনিধি হিসেবে ৩ জন athlete এবং ২ জন wrestler পাঠায়। এদের কেউ কোনো পদক পাইনি।
1923 AD
Provisional All India Olympic Committee গঠন করা হয়।
Feb 1924 AD
১৯২৪ এর অলিম্পিক দল বাছাই এর জন্য All India Olympic Games এর আয়োজন করা হয়, যেটি স্বাধীনতার পর থেকে National Games of India নামে পরিচিত ।
1927 AD
Provisional All India Olympic Committee থেকে Indian Olympic Association (IOA) গঠন করা হয় ।
1928 AD, Amsterdam
প্রথবার হকি অলিম্পিক এ অন্তর্ভুক্ত করা হয়। স্বাধীনতার আগেই বিশ্বে ভারতীয় হকি দলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। নেদারল্যান্ডস কে (3-0 )হারিয়ে ভারত প্রথম স্বর্ণ পদক জিতে যায়।
1932 AD, Los Angeles
ভারতীয় হকি দলের দুর্দান্ত খেলা চলতে থাকে। ফাইনালে USA কে তাদের মাটিতে 24-1 গোলে পরাজিত করে জিতে গোল্ড । এটি আজ পর্যন্ত অলিম্পিক এর সবচেয়ে বড়ো জয়( গোল এর পার্থক্যের ভিত্তিতে )।
1936 AD, Berlin(Germany)
হিটলার তখন গমনে এর শাসক। একটিও ম্যাচ না হেরে ফাইনাল এ পৌঁছায় ভারত। ফাইনাল ভারত বনাম জার্মানি। গ্যালেরি তে বসে হিটলার। হিটলার এর সামনে মেজর ধ্যান চাঁদ এর দল জার্মানি কে ৩-১ গোলে পরাজিত করে আবার গোল্ড নিজের ঝুলিতে আনে।
হিটলার ধ্যানচাঁদসহ ভারতীয় দলকে পদক প্রদান করেন। পদক দেয়ার সময় তিনি ধ্যানচাঁদকে জার্মানি তে চলে আসার অনুরোধ করেন এবং জার্মানির তরফ থেকে খেলতে বলেন। , কিন্তু হকির জাদুগর রাজি হননি।
1940 এবং 1944 এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। পরের অলিম্পিক 1948 এ অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার পরের ভারতের অলিম্পিক এর ইতিহাস আমরা এর পরবর্তী অংশে আলোচনা করব।
Indian Olympic Association was found in 1927
পরের পোষ্ট কবে লিখবেন ?
23rd dec