আজকাল স্মার্টফোন আছে, তবু অনলাইন পেমেন্ট করেন না, এমন মানুষ খুব কমই আছেন। শপিং মল হোক, বা পাড়ার মুদির দোকান – প্রায় সব জায়গায় QR Code স্ক্যান করে পেমেন্ট করার সুবিধা আছে । তবে কখনও ইন্টারনেট কানেকশন না থাকায়, বা ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলে অনেক প্রয়োজন থাকা সত্ত্বেও পেমেন্ট করতে পারেন না। আজকের এই আর্টিকেলে কোনরকম ইন্টারনেট কানেকশন ছাড়া UPI পেমেন্ট কীভাবে করবেন তা নিয়ে লিখবো।

 

এই পদ্ধতির সাহায্যে আপনি মোবাইল নম্বর, UPI ID এবং ব্যাংক details দিয়ে পেমেন্ট করতে পারবেন।

 

পদ্ধতি – সবার প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট যেই মোবাইল নম্বর থেকে খোলা আছে, সেটি থেকে ডায়াল করুন *99# । আপনার মোবাইল নম্বর যদি UPI তে রেজিষ্টার করা থাকে, তাহলে আপনি স্ক্রীনের ওপর কয়েকটি অপশন দেখতে পাবেন।

যেমন –

1. Send Money

2. Receive money ইত্যাদি।

আপনি যা করতে চান, সেই হিসেবে অপশন লিখে send করুন। যেমন টাকা পাঠাতে হলে 1 লিখে সেন্ড করুন।

এরপর আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন পদ্ধতিতে টাকা পাঠাতে চান। UPI ID, মোবাইল নম্বর, ব্যাংক ডিটেইলস ইত্যাদি অপশন আপনার কাছে রয়েছে। আপনার প্রয়োজনীয় অপশন লিখে পাঠালে ও সবগুলো স্টেপ ঠিকঠাক ফলো করে থাকলে শেষে UPI পিন ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

অনলাইনের মতই মাত্র 2-3 সেকেন্ড এর মধ্যে পেমেন্ট সফল হবে।

 

এরকম আরো আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন। লিঙ্ক

Prantosh Biswas
Author

Prantosh Biswas is a student of Mathematics and a freelance Website and Mobile Application Developer.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments