অলিম্পিকে স্বর্ণপদক প্রাপ্তকারি প্রথম ভারতীয় কে ? অলিম্পিক-এ পদক প্রাপ্তকারী প্রথম ভারতীয় মহিলা কে ? অলিম্পিকে ভারতের ইতিহাস তৃতীয় তথা অন্তিম পর্ব।
আমরা এর আগে প্রথম এবং দ্বিতীয় পর্বে অলিম্পিকে ভারতের ইতিহাসের কথা জেনেছি প্রথম পর্বে আমি স্বাধীনতার আগে পর্যন্ত ভারতের ইতিহাসের কথা আলোচনা করেছি এবং দ্বিতীয় পর্বে স্বাধীনতার পরবর্তী কালে 1980 পর্যন্ত অলিম্পিকে ভারতের ইতিহাসের কথা আলোচনা করা হয়েছে । আজ তৃতীয় তথা অন্তিম পর্ব।
1984
কোনো পদক পায়নি ।
তবে উল্লেখযোগ্য এই যে PT USHA ( PT Usha Golden Girl এবং Payyoli Express নামে বিখ্যাত), এই অলিম্পিকে অংশগ্রহণ করেন। Milkha Singh এর মতই চতুর্থস্থানে শেষ করেন। তিনি 400m hurdles এ অলিম্পিক এ ভারতের প্রতিনিধিত্ব করেন। এক সেকেন্ডের 100 ভাগের এক ভাগ সময়ে (Lost by 1/100th of a second ) তিনি পরাজিত হন।
এটিও ছিল 1964 Milkha Singh এর মত Photo Finish।
1988 এবং 1992 অলিম্পিকে ভারত কোন পদক পায় নি।
1996 Atlanta
Leander Paes 23 বছর বয়সে ম্যান সিঙ্গেলস টেনিসে Andre Agassi কে হারিয়ে অলিম্পিকে ব্রোঞ্জ পদক প্রাপ্ত করেন। এই ম্যাচের আগে ট্রেনিং এর সময় লিয়েন্ডার পেজ-এর হাতে চোট লাগে। এই অবস্থায় তিনি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন Agasi কে পরাজিত করেন।
Leander Paes পরপর 7 বার অলিম্পিকে অংশগ্রহণ করার রেকর্ড ধারণ করেছে। ভারতের সবথেকে বেশিবার অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড় লিয়েন্ডার পেজ।
2000 Sydney
Karnam Malleswari weightlifting এ ব্রোঞ্জ পদক প্রাপ্ত করেন। অলিম্পিকে পদক প্রাপ্তকারী প্রথম ভারতীয় মহিলা Karnam Malleswari ।
বর্তমানে তিনি দিল্লি স্পোর্টস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। 1999 সালে তাকে খেলরত্ন দিয়ে পুরস্কৃত করা হয়।
2004 Athens
Rajyavardhan Singh Rathore double trap shooting এ রূপা রুপোর পদক প্রাপ্ত করেন । তিনি শুটিং এ অলিম্পিক পদক প্রাপ্তকারী প্রথম ভারতীয় এবং ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে রুপোর পদক প্রাপ্তকারী প্রথম ভারতীয়।
তিনি আর্মির অফিসার ছিলেন। বর্তমানে তিনি লোকসভার এমপি। 2014 থেকে 2019 তিনি ভারতের খেল মন্ত্রী ছিলেন
2008 Beijing
প্রথমবার ভারত তিনটি পদকপ্রাপ্ত করতে সক্ষম হয়।
Abinav Bindra ( Men’s 10m Air Rifle)
ব্যক্তিগত বিভাগে প্রথম ভারতের হয়ে অলিম্পিকে স্বর্ণ পদক প্রাপ্ত করেন। অভিনব বিন্দ্রা আর্মিতে ছিলেন।
অভিনব বিন্দ্রার বায়োগ্রাফির নাম A Shot at History লিখেছেন Rohit Brijnath । বর্তমানে Abhinav Bindra একটি ফাউন্ডেশন চালান। ইন্ডিয়ান অ্যাথলেটদের উচ্চমানের প্র্যাকটিস দেওয়ার জন্য ফাউন্ডেশন কাজ করে।
Sushil Kumar (wrestling) রেসলিং ব্রোঞ্জ পায়।
Vijender Singh (boxing) বিজেন্দ্র সিং বক্সিংয়ে ব্রোঞ্জ পায়।
বিজেন্দ্র সিং এবং সুশীল কুমার দুজনকে 2008 খেলরত্ন পুরস্কার পুরস্কৃত করা হয় । Abhinav Bindra 2001 সালে খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন।
2012 London
মোট ছয়টি পদকপ্রাপ্ত করে। আজ পর্যন্ত এটি অলিম্পিকে ভারতের দ্বিতীয় সর্বোত্তম পারফরম্যান্স।
সাইনা নেওয়াল এবং মেরি কম ব্রোঞ্জ পদক পায়।
Sushil Kumar রুপোর পদক জিতে।
Yoggeshwar Dutt রেসলিংয়ে ব্রোঞ্জ পায়।
Vijay Kumar (25m rapid fire pistol) রুপো পায় ।
Gagan Narang (10m Air Rifle)ব্রোঞ্জ পায়।
সুশীলকুমার এখন জেলে আছেন। তিনি Sagar Dhankar নামের একজন Wrestler এর খুনে আসামী। Sushil Kumar 2008 এবং 2012 সালে অলিম্পিক পদক প্রাপ্ত করেন। তাকে দেখে দা ডার্ক নাইট রাইডার্স এর একটা কথা মনে পড়ে “You Either Die A Hero, Or You Live Long Enough To See Yourself Become The Villain” — Harvey Dent in The Dark Knight (2008)
2016 Rio
ভারত 100 জনেরও বেশি অ্যাথলেটিক অলিম্পিকে পাঠায়।
Sakshi Malik অলিম্পিক-এ পদক প্রাপ্তকারি প্রথম ভারতীয় মহিলা রেসলার । তিনি ব্রোঞ্জ পান।
PV Sindhu (Badminton) প্রথম ভারতীয় মহিলা Shuttler অলিম্পিকে ফাইনালের পৌঁছাতে সক্ষম হন । অলিম্পিকে রুপোর পদকপ্রাপ্ত করে প্রথম ভারতীয় মহিলা PV Sindhu। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক পদক প্রাপ্ত কারি সব থেকে কম বয়সী ভারতীয় (21 years ) Sindhu।
DIPA KARMAKAR
Gymnastics-এ চতুর্থস্থানে শেষ করেন। Dipa Karmakar প্রথম ভারতীয় অলিম্পিক জিমন্যাস্ট ।
2020 Tokyo
Covid19 এর জন্য 2021 সালে আয়োজিত হয়।পদক সংখ্যার ভিত্তিতে এটি ভারতের সর্বোত্তম পারফর্মেন্স। সাতটি পদক পায়।
Neeraj Chopra, Javelin Throw
নীরজ চোপড়া জ্যাভলিন থ্রো তে স্বর্ণপদক প্রাপ্ত করেন। তিনি বর্তমানে আমেরিকাতে প্র্যাকটিস করছেন। তিনিও আর্মির সদস্য।
অলিম্পিকে এই পারফরম্যান্সের জন্য তাকে খেলরত্ন-তে পুরস্কৃত করা হয়েছে।
Meerabai Chanu, Weightlifting
মনিপুরী বাসিন্দা Saikhom Meerabai Chanu রুপোর পদকপ্রাপ্ত করেন।
Ravi Kumar Dahiya, Wrestling
রবি কুমার দাহিয়া রুপোর পদক পান।
PV Sindhu, Badminton
অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিততে সক্ষম হন। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে দুটো ব্যক্তিগত পদক পেয়েছেন।
Lovelina Buragohain( Boxing, Bronze ) Mary Kom-এর পর অলিম্পিক boxing-এ পদক প্রাপ্ত কারী দ্বিতীয় ভারতীয় মহিলা।
Bajrang Punia( Wrestling) ব্রোঞ্জ পদক প্রাপ্ত করেন।
Men’s Hockey Team
1980এর পর (41 বছর পর) হকি তে অলিম্পিকে পদক জিতে। ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ পদক প্রাপ্ত করে।
Women’s Hockey Team
Semi final- এ হেরে যায় এবং চতুর্থ স্থানে শেষ করে।
Men’s 4x400m
ভারতীয় দল এশিয়ান রেকর্ড তৈরি করতে সক্ষম হলেও কোনো পদক পায়নি।
আজ পর্যন্ত ভারত মোট ১০ টি স্বর্ণ পদক পেয়েছে এর মধ্যে ৮টি পেয়েছে ভারতীয় হকি দল। একটি শুটিং র একটি জ্যাভেলিন -এ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আপনি যদি কোনো বিষয় নিয়ে জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই বলুন আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আলোচনা করার।
ধন্যবাদ।
পড়ুন : অলিম্পিকে ভারত , দ্বিতীয় পর্ব