
Indian Oil Corporation Limited (IOCL) এ নিয়োগ
Indian Oil Corporation Limited (IOCL) এর তরফে Technical Attendant এবং Engineering Assistant পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি ভারতীয় হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর তারিখ- 24 january 2022
আবেদন শেষের তারিখ-18 february 2022
পোস্ট গুলোর নাম- Technical attendant ও Engineering Assistant
কর্মস্থল- সারা ভারতের বিভিন্ন জায়গা
শিক্ষাগত যোগ্যতা-
ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য – প্রাসঙ্গিক বিষয়ে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা।
টেকনিক্যাল এটেন্ডেন্ট এর জন্য – Matric / 10th pass and ITI pass from a Govt. recognized Institute in the specified ITI Trades from a Govt. recognized Institute/Board and Candidates should possess Trade Certificate / National Trade Certificate (NTC) issued by SCVT/NCVT.
শুন্যপদ- মোট 137 (Technical Attendant এ 79 এবং Engineering Assistant এ 58)।
বয়সসীমা-18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। 24/01/2022 এর পরিপ্রেক্ষিতে বয়স ধরা হবে।
আবেদন মূল্য- General/OBC-100 টাকা, SC/ST/PWBD- বিনামূল্যে।
পরীক্ষা পদ্ধতি- 1. Written Test 2. Skill/Proficiency/Physical test
আবেদন পদ্ধতি- Online (যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারেন)।
অফিসিয়াল নোটিস- Link
আবেদন লিঙ্ক- Link