Indian Oil Corporation Limited (IOCL) এর তরফে Technical Attendant এবং Engineering Assistant পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি ভারতীয় হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
আবেদন শুরুর তারিখ- 24 january 2022
আবেদন শেষের তারিখ-18 february 2022
পোস্ট গুলোর নাম- Technical attendant ও Engineering Assistant
কর্মস্থল- সারা ভারতের বিভিন্ন জায়গা
শিক্ষাগত যোগ্যতা-
ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এর জন্য – প্রাসঙ্গিক বিষয়ে ৩ বছরের ফুল টাইম ডিপ্লোমা।
টেকনিক্যাল এটেন্ডেন্ট এর জন্য – Matric / 10th pass and ITI pass from a Govt. recognized Institute in the specified ITI Trades from a Govt. recognized Institute/Board and Candidates should possess Trade Certificate / National Trade Certificate (NTC) issued by SCVT/NCVT.
শুন্যপদ- মোট 137 (Technical Attendant এ 79 এবং Engineering Assistant এ 58)।
বয়সসীমা-18 থেকে 26 বছরের মধ্যে হতে হবে। 24/01/2022 এর পরিপ্রেক্ষিতে বয়স ধরা হবে।
আবেদন মূল্য- General/OBC-100 টাকা, SC/ST/PWBD- বিনামূল্যে।
পরীক্ষা পদ্ধতি- 1. Written Test 2. Skill/Proficiency/Physical test
আবেদন পদ্ধতি- Online (যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে পারেন)।
অফিসিয়াল নোটিস- Link
আবেদন লিঙ্ক- Link