এই মাসেই রাজ্যসভা এবং লোকসভায় নির্বাচনী সংস্কার সংক্রান্ত একটি বিল পাশ হয়, যাতে ভোটার কার্ড এর সাথে আঁধার কার্ড লিঙ্ক করার সুপারিশ জারি করা হয়েছে।
কিভাবে ভোটার কার্ড এর সাথে আঁধার লিঙ্ক করবেন?
ভোটার কার্ড এর সাথে আঁধার কার্ড লিঙ্ক করার ৪ টি পদ্ধতি রয়েছে।
- ওয়েবসাইট থেকে
- এসএমএস এর মাধ্যমে
- ফোন কল এর মাধ্যমে
- বুথ আধিকারিক দের কাছে গিয়ে
জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল থেকে কিভাবে ভোটার কার্ড এর সাথে আঁধার লিঙ্ক করবেন?
- নীচের লিঙ্ক এ ক্লিক করে জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল এ যান https://voterportal.eci.gov.in/
- আপনার মোবাইল নম্বর, ইমেইল অথবা ভোটার আইডি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- আপনার রাজ্য, জেলা, জন্মতারিখ, নাম, বাবার নাম সঠিকভাবে নথিভুক্ত করুন
- এরপর Search এ ক্লিক করুন। সরকারি ডাটাবেস এ আপনার যাবতীয় বিবরণ মিলে গেলে তা স্ক্রীনে দেখাবে।
- এরপর স্ক্রিন এর বাঁদিকে Feed Aadhaar No. অপশন এ ক্লিক করুন।
- সবশেষে আপনার আঁধার নম্বর, মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস সঠিকভাবে নথিভুক্ত করুন এবং submit এ ক্লিক করুন।
সাবমিট করলেই আপনার ভোটার কার্ড এর সাথে আধাঁর লিঙ্ক এর আবেদন সফল হবে।
এসএমএস এর মাধ্যমে কিভাবে ভোটার কার্ড এর সাথে আঁধার লিঙ্ক করবেন?
- আপনার মোবাইল থেকে মেসেজ টাইপ করুন <Voter ID Number> <Aadhaar Card Number>
- এবং পাঠিয়ে দিন 51969 অথবা 166 নম্বর এ ।
ফোন কলের মাধ্যমে কিভাবে ভোটার কার্ড এর সাথে আঁধার লিঙ্ক করবেন?
- সোম থেকে শুক্রবার সকাল 10 টা থেকে বিকেল 5 টার মধ্যে 1950 ডায়াল করুন ।
- সমস্ত নির্দেশ পালন করুন এবং নিজের আঁধার ও ভোটার কার্ডের নম্বর নথিভুক্ত করুন।
ভোটার কার্ড এর সাথে আঁধার লিঙ্ক করা কি বাধ্যতামূলক?
না, ভোটার কার্ড এর সাথে আঁধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। কারো ভোটার কার্ড এর সাথে আঁধার কার্ড লিঙ্ক না থাকলে তিনি ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না।
আপনার ভোটার কার্ড এর সাথে আঁধার লিঙ্ক আছে কিনা কি করে বুঝবেন? অথবা লিঙ্ক এর স্ট্যাটাস কিভাবে চেক করবেন?
- https://voterportal.eci.gov.in ওয়েবসাইট এ যান।
- Seeding Through NVSP তে ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করুন।
- আপনি আপনার ভোটার কার্ড এর সাথে আঁধার কার্ড লিঙ্ক এর স্ট্যাটাস দেখতে পাবেন।
আরও পড়ুন : বাড়িতে বসে ফ্রী তে PAN কার্ড বানানোর পদ্ধতি।