জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম Netflix তার ব্যবহারকারীদের থেকে জরিমানা নিতে শুরু করেছে। নিজের পরিবারের সদস্য ছাড়া অন্য কারোর সাথে পাসওয়ার্ড শেয়ার করলে ব্যবহারকারীদের এই জরিমানা দিতে হচ্ছে। অদ্ভুত মনে হলেও চলতি বছরের মার্চ মাসেই Netflix এর নতুন পলিসিতে এর উল্লেখ রয়েছে। তাতে স্পষ্ট বলা রয়েছে ব্যবহারকারীরা যদি তাদের পাসওয়ার্ড বন্ধুদের সাথে শেয়ার করে, তাহলে তার জন্য তাদের অতিরিক্ত কিছু টাকা জরিমানা হিসেবে দিতে হবে।
তবে এই নিয়ম এই মুহূর্তে পেরু, চিলি, কোস্টা রিকা এর ক্ষেত্রেই চালু করা হয়েছে। নিয়ম ভাঙলেই সেক্ষেত্রে জরিমানা নেওয়া হচ্ছে। কিন্তু Netflix এর এই নতুন নিয়ম আনার পেছনের আসল উদ্দেশ্য পুরোপুরিভাবে সফল হয়নি। অনেকেই এই নতুন নিয়ম আসার পর নিজেদের সাবস্ক্রিপশন বাতিল করে দিয়েছেন।
কেউ বন্ধুদের সাথে পাসওয়ার্ড শেয়ার করলে তার ফোনে জরিমানার পরিমাণ লেখা নোটিফিকেশন আসছে, যা শুধুমাত্র বাছাই করা কিছু ব্যবহারকারীকে পরীক্ষামূলকভাবে পাঠানো হয়েছে। তবে তার সংখ্যা খুব কম। অনেকেই পাসওয়ার্ড শেয়ার করার পরও কোনো নোটিফিকেশন পাননি। আর যাদের পাঠানো হয়েছে, তাদের জরিমানার পরিমাণও আলাদা আলাদা।
তবে কি এই নতুন নিয়ম ভারতেও প্রযোজ্য?
এই মুহূর্তে শুধুমাত্র ৩ টি দেশে চালু হলেও, Netflix এর নতুন পলিসি অনুযায়ী তা খুব তাড়াতাড়ি ভারত সহ অন্যান্য দেশের জন্যও প্রযোজ্য হবে। তবে এই মুহূর্তে ভারতীয় ব্যবহারকারীদের জরিমানার কোনো ভয় নেই।