হোয়াটসঅ্যাপ (WhatsApp) বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলির মধ্যে অন্যতম। অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি(User Friendly) হলেও, একটি কারণে অনেক Whatsapp ব্যবহারকারীই অনেকসময় অসুবিধায় পড়েন। সেটি হলো – নম্বর সেভ না থাকলে Whatsapp এ কাউকে মেসেজ করার হলে প্রথমে নম্বর সেভ করে, তারপর তাকে মেসেজ করতে হয়। আর কাজটিও অনেক সময়সাপেক্ষ। যদি আপনিও সময় বাঁচানোর জন্য নম্বর সেভ না করে কাউকে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে চান, তাহলে আজকের পোস্টটি আপনার জন্য।

অনেকেই Whatsapp Mod Apk ব্যবহার করেন যেমন (GBwhatsapp, YOwhatsapp ইত্যাদি)। এতে নম্বর সেভ না করে মেসেজ পাঠানো যায় ঠিকই , তবে এইসব থার্ড পার্টি (Third Party) App ব্যবহারকারীদের অনেকেরই ভিডিও কল , ব্যক্তিগত চ্যাট ও ছবি ইন্টারনেট এ ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে, ফলে বুঝতেই পারছেন আপনার ব্যক্তিগত জীবনের নিরাপত্তা এতে অনেকটাই বিঘ্নিত হতে পারে।

আরো পড়ুন : কোনোরকম অ্যাড ছাড়া ইউটিউব দেখবেন কিভাবে

তবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ধরণের থার্ড পার্টি (Third Party) App ব্যবহার না করে এবং নম্বর না সেভ করে কাউকে Whatsapp মেসেজ পাঠাতে হয়।

নম্বর সেভ না করে কীভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাবেন

পদ্ধতিটি খুবই সহজ এবং এতে এক মিনিটেরও কম সময় লাগে ৷ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য Whatsapp এর তরফে একটি অফিসিয়াল শর্ট লিঙ্কে রয়েছে যা আপনি হয়তো জানেন না।

আপনার স্মার্টফোনে যেকোনো ব্রাউজার (যেমন – গুগল ক্রোম) খুলুন এবং অ্যাড্রেস বারে “https://wa.me/<phone number>” টাইপ করুন।

phone number“-এর পরিবর্তে যাকে মেসেজ করতে চাইছেন তার মোবাইল ফোন নম্বর টাইপ করতে হবে।

ধরুন আপনি PranTalks এ হোয়াটস্যাপ মেসেজ পাঠাতে চান। সেজন্য লিংকটি এমন দেখতে হবে : https://wa.me/7063847871   

তারপরেই “Continue to Chat” লেখা একটি সবুজ বাটন দেখতে পাবেন যাতে টাচ করলেই আপনার মোবাইল এ থাকা WhatsApp Mobile App টি খুলে যাবে এবং আপনি সরাসরি সেই ব্যক্তির চ্যাট স্ক্রিন এ রিডিরেক্ট হবেন ।

আরো পড়ুন : কোনরকম ইন্টারনেট কানেকশন ছাড়া UPI পেমেন্ট করবেন কীভাবে

বিষয়টি অনেক সময়সাপেক্ষ মনে হলেও এটি করতে মাত্র ১০ থেকে ১৫ সেকেন্ড সময় লাগে।

আরো এরকম খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ এ জয়েন করতে ভুলবেন না।

Prantosh Biswas
Author

A Devotee of Lord Shree Krishna 🦚 | Full Stack Website and Mobile App Developer 🧑‍💻

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments