প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজিকে কেন্দ্র করে বানানো পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিল করা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বেশ টানাপোড়ন চলছিল। এই ঘটনার কিছুদিনের মধ্যেই গতকাল (২১শে জানুয়ারি ) ইন্ডিয়া গেটের সামনে নেতাজির মূর্তি স্থাপন করার কথা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী ঘোষণা করেন নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষচন্দ্র বসুর গ্রানাইট পাথরের তৈরি বিশাল মূর্তি স্থাপন করা হবে। তবে, মূর্তি তৈরি না হওয়া পর্যন্ত সেখানে একটি হলোগ্রাম মূর্তি রাখা থাকবে, যা রাতে প্রদর্শিত হবে।

এই বছরের আগস্ট মাসের মধ্যেই মূর্তি তৈরির কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। আগামী ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রী হলোগ্রাম মূর্তি উদ্বোধন করবেন।

এই বিষয়ে জার্মানিতে থাকা নেতাজির কন্যা অনিতা বসু পাফ আনন্দ প্রকাশ করেছেন। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের ট্যাবলো প্রদর্শন নিয়ে তৈরি হওয়া বিতর্কের কিছুটা হলেও অবসান ঘটবে।

Prantosh Biswas
Author

A Devotee of Lord Shree Krishna 🦚 | Full Stack Website and Mobile App Developer 🧑‍💻