আল্লু অর্জুন ও রশ্মিকা মান্দানা অভিনীত পুষ্পা – দ্য রাইজ ইতিমধ্যেই বক্স অফিস হিট করেছে। 2021 সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার পরই সারা ভারতে হিট হয়েছে ছবিটি। পুষ্পার এই সাফল্য দেখে ছবির নির্মাতারা অর্জুনের আরেকটি হিট ছবি বৈকুণ্ঠপূরম এর হিন্দি ভার্সন রিলিজ করার কথা ঘোষণা করেছেন।
26 শে জানুয়ারি ছবিটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে নির্মাতা দের তরফে। 2020 সালে 13ই জানুয়ারি মুক্তি পেয়েছিল বৈকুণ্ঠপুরম। তার সাফল্যের দুবছর পূর্তি উপলক্ষ্যেই এই সিদ্ধান্ত।
অর্জুন এই সিদ্ধান্তের জন্য ছবির প্রযোজক, পরিচালক , সমস্ত অভিনেতা ও অভিনেত্রী সহ পুরো টিমকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।