বিগত এক সপ্তাহ ধরে নার্সিং ছাত্রছাত্রীদের পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন চলছে। কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কেউ বা সরাসরি নার্সিং কাউন্সিল অফিসে ফোন করে পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছেন।

 

 

 

 

ইতিমধ্যেই বেশ কিছু কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা নিজেদের সমস্যার কথা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এ জানাচ্ছেন। যদিও, কাউন্সিলের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, পরীক্ষা হবেই। পরীক্ষা না দিলে ৬ মাস পিছিয়ে পড়তে হবে।

যেসব ছাত্রছাত্রী কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে বা আইসোলেশনে আছেন, তাদের হাসপাতালে বসেই পরীক্ষা দিতে হবে বলে জানানো হয়েছে কাউন্সিলের তরফে।


আরও পড়ুন : শতাধিক নার্সিং ছাত্রছাত্রী কোভিড আক্রান্ত, তবু পরীক্ষা অফলাইনে

আরও পড়ুন :  অবশেষে বাতিল হলো নার্সিং এর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা

 

 

Prantosh Biswas
Author

A Devotee of Lord Shree Krishna 🦚 | Full Stack Website and Mobile App Developer 🧑‍💻