অনলাইন শপিং করার সময় আমরা বিভিন্ন ব্যাঙ্ক এর কার্ড অফার দেখতে পাই। সেইসব ব্যাঙ্ক এর মধ্যে ফেডারেল ব্যাঙ্ক অন্যতম। আজকের আর্টিকেল টি পড়লে আপনি নিজের ফেডারেল ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং লাইফটাইম ফ্রি ফিজিক্যাল ডেবিট কার্ড পেয়ে যাবেন।
কি কি সুবিধা পাওয়া যাবে ?
- ফেডারেল ব্যাঙ্ক ভারতের একটি খ্যাতনামা ব্যাংক।
- Amazon, Flipkart এ প্রায় ই এই ব্যাঙ্ক এর কার্ড অফার দেখতে পাওয়া যায় ।
- এটি একটি Zero Balance Account। তাই আজীবন এখানে কোনো Minimum Amount রাখার প্রয়োজন নেই।
- একাউন্ট খোলার সাথে সাথে আপনি আপনার একাউন্ট এ 200-250 টাকা পেয়ে যাবেন।
- আঠারো বছর বয়স হলেই এই ব্যাঙ্ক এ একাউন্ট খোলা যাবে।
- খুব সুন্দর একটি ডেবিট কার্ড আপনি পাবেন, যা থেকে অনলাইন শপিং , এমনকি ATM থেকে টাকা Withdraw করতে পারবেন। এছাড়া গুগল পে, ফোন পে তে UPI রেজিস্টার করতে পারবেন।
কিভাবে একাউন্ট খোলা যাবে?
- এই লিংক এ ক্লিক করে app টি ডাউনলোড করুন।
- এরপর app টি খুলে মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন।
- এরপর নিজের email এবং নাম নথিভুক্ত করুন।
- এরপর এখানে fi.nite কোড চাইবে , আপনাকে সেখানে লিখতে হবে DMM6J642VD ( নাহলে আপনি waitlisted হয়ে যাবেন এবং 200 টাকার অফারটি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না )
- পরের Option এ Student সিলেক্ট করলে আপনার Application বাতিল করে দেওয়া হবে। তাই Self Employed বা Freelancer সিলেক্ট করবেন এবং আপনার LinkedIn প্রোফাইল এর লিংক দেবেন।
- এরপর বাবা এবং মায়ের নাম দিয়ে continue করবেন এবং আধার ভেরিফাই করবেন।
- সবশেষে একাউন্ট এ 3000বা তার বেশি কোনো এমাউন্ট ট্রান্সফার করবেন ( এটি শুধুমাত্র 200 টাকার অফার এর জন্য, ট্রান্সফার করার পর সাথে সাথে আপনি টাকা আগের একাউন্ট এ পুনরায় ট্রান্সফার করতে পারবেন ।
আপনার দেওয়া ঠিকানায় আপনার ডেবিট কার্ড ৭ দিনের মধ্যে ডেলিভার করে দেওয়া হবে।
বিঃ দ্রঃ এই কার্ড থেকে Flipkart , Amazon, Myntra এ শপিং করলে ৬% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। অফার সীমিত সময়ের জন্য।